ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ২ ফেব্রুয়ারি স্বাক্ষরিত চিঠিতে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং রাঙ্গাবালীতে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।