default-image

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থার গতকাল সোমবারের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতির ছোট ভাই ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

জি এম কাদের সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে বলছেন, ‘চিকিৎসকেরা ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন, তাই আজ এরশাদ ডাকে চোখ মেলে সাড়া দিচ্ছেন।’

দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের সবশেষ শারীরিক অবস্থা গণমাধ্যমকে জানান কাদের। তিনি বলেন, এরশাদের শরীরের সংক্রমণ অনেকটাই কমেছে। কিডনি কতটা কাজ করছে সেটা পরীক্ষা করতে আজ চিকিৎসকেরা ডায়ালাইসিস বন্ধ রেখেছেন। তবে লিভারে বিলোরুবিনের মাত্রা কিছুটা বেড়েছে। তাঁর রক্তে প্রতিদিনই কিছুটা প্লাটিলেট দেওয়া হচ্ছে।

জি এম কাদের বলেন, গতকালের চেয়ে এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়নি বরং কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।

প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস. এম. ফয়সল চিশতী, মো. আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা মেজর (অব.) আশরাফ উদ দৌলা, নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর প্রমুখ।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0