জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদসহ ছাত্রদলের তিন নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন ছাত্রদলের ঢাকা মহানগর (পূর্ব) সাবেক সহসভাপতি মারজুক আহমেদ।

অবশ্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রদলের কোনো নেতাকে আটক করার তথ্য তাঁর জানা নেই।

মারজুক আহমেদ জানান, সোমবার রাত সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে ডিবি পরিচয়ে সাইফ মাহমুদকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মোস্তাফিজুর রহমানকেও নিয়ে যাওয়া হয়।