ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব থানা কমিটি বিলুপ্ত

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সব থানা কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

এ বিষয়ে জানতে চাইলে আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কমিটি বিলুপ্ত করা হয়েছে। আমরা শিগগিরই মহানগর দক্ষিণের সব ওয়ার্ডে নতুন কমিটি দেব। এরপর থানা কমিটি দেওয়া হবে। কমিটি বিলুপ্তি তারই অংশ।’

গত বছরের ২ আগস্ট বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দক্ষিণে আবদুস সালামকে আহ্বায়ক ও রফিকুল আলমকে সদস্যসচিব করা হয়। উত্তরের আহ্বায়ক করা হয় সাবেক ছাত্রনেতা আমান উল্লাহকে, সদস্যসচিব করা হয় সাবেক ফুটবলার আমিনুল হককে। পরে উত্তরের আহ্বায়ক কমিটি নতুন ওয়ার্ড কমিটি ঘোষণা করলেও দক্ষিণের ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়নি।

সম্প্রতি দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কারাবন্দী থাকায় ওয়ার্ডভিত্তিক নতুন কমিটি ঘোষণা করা যাচ্ছিল না। এ কারণে দক্ষিণের সব থানা কমিটি ভেঙে দেওয়া হয়।