বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত জাতীয় সরকার নিয়ে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্বার্থে নির্বাচনের পর জাতীয় সরকারের কথা বলেছেন। সরকারের পতন ঘটিয়ে এ জাতীয় সরকার করা হবে। বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জনগণ সুশাসন চায়। আর এ সুশাসন নিশ্চিত করতে গেলে, দুর্নীতিকে নির্মূল করতে গেলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে, জাতীয় ঐকমত্যে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।
খালেদা জিয়া ও বিএনপির নেতাদের নিয়ে পুলিশের দুই কর্মকর্তার করা মন্তব্যের সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি এই দুই পুলিশ কর্মকর্তাকে চাকরি ছেড়ে রাজনীতি করার পরামর্শ দেন।
কৃষি উপকরণের সীমাহীন মূল্যবৃদ্ধি ও সেচের পানির অভাবে কৃষকের আত্মহত্যার কারণ উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল এ প্রতিবাদ সভার আয়োজন করে। কৃষক দলের সভাপতি হাসান জাফিরসহ অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।