দেশে দম বন্ধ করা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

দেশে এখন ভয়াবহ, দম বন্ধ করা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ কথা বলতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বিএনপি লড়াই করছে।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভায় মির্জা ফখরুল এসব কথা বলে। কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে।

সভায় মির্জা ফখরুল বলেন, সবাই ঐক্যবদ্ধ হতে পারলে এবং মানুষকে জাগিয়ে তুলতে পারলে বিএনপির লড়াই সফল হবে। বর্তমান সরকার মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে। ভিন্নমত দমনে প্রতিদিন নতুন নতুন আইন তৈরি করা হচ্ছে। তারা নির্বাচন করে হাইব্রিড পদ্ধতিতে ক্ষমতায় থাকার জন্য।
কে এম ওবায়দুর রহমানকে স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, এ দেশের স্বাধিকার আন্দোলনের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের একজন ওবায়দুর রহমান। দেশের জন্য, গণতন্ত্রের জন্য যাঁদের অবদান আছে, তাঁদের দল ও সমাজ সহজে স্মরণ করে না। এতে নিজেদের দীনতা প্রকাশ পায়।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করছে। গায়ের জোরে তারা ক্ষমতায় আছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, খালেদা জিয়াকে ছেড়ে দিলে একটা ‘উত্তম’ নজির সৃষ্টি হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক ও কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ প্রমুখ।