নারায়ণগঞ্জের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যসামগ্রীর একটি কারখানায় অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছেন।

গতকাল তিনজন মারা যাওয়ার খবর পাওয়া যায় এবং আজ শুক্রবার বেলা সোয়া দুইটা পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল লাগা আগুন নিয়ন্ত্রণে আসে আজ দুপুরের পর। ফায়ার সার্ভিস এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে, লাশ এমনভাবে পুড়েছে যে দেখে চেনার উপায় নেই।