নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত যাচ্ছেন ওবায়দুল কাদের
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার দুপুরে ওবায়দুল কাদের নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ সংবাদমাদ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ালাইনসের বিজি ৪০৯৭ ফ্লাইটে ওবায়দুল কাদেরের নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন ওবায়দুল কাদের। স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন।
বুকে ব্যথা নিয়ে গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছিলেন ওবায়দুল কাদের। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউর উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। চিকিৎসা শেষে গত ২৬ ডিসেম্বর তিনি হাসপাতাল ছাড়েন।
২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অ্যানজিওগ্রামে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পেয়েছিলেন চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণ করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা চলে।