দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের নামে ‘পল্লিবন্ধু পদক’ দেবে জাতীয় পার্টি। আজ শনিবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সংগীত, শিক্ষা, কৃষি, সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন—এই আট বিভাগে পদক দেওয়া হবে। আগামী ২০ মার্চ এরশাদের জন্মদিন উপলক্ষে এই পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতীকে আহ্বায়ক এবং সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে সদস্যসচিব করে একটি কমিটি করা হয়েছে।
আজ জাপার বনানীর কার্যালয়ে ‘পদক’ কমিটির সভায় হয়। সভায় ম্যাগাজিন সাবকমিটি ও অর্থ সাবকমিটি গঠন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞাপন
মন্তব্য করুন