পোস্টারে নৌকা প্রতীক বিভ্রান্তিতে ভোটাররা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের দুই নেতা নৌকা প্রতীক ব্যবহার করে পোস্টার সাঁটিয়েছেন। তফসিল ঘোষণার আগে এ রকম পোস্টার ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
ওই দুই মনোনয়নপ্রত্যাশী হলেন গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান। এ দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আরও আছেন বর্তমান চেয়ারম্যান হযরত আলী ও গত নির্বাচনে পরাজিত প্রার্থী নজরুল ইসলাম।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, তফসিল ঘোষণা না হলেও দলীয় মনোনয়ন পেতে ওই চারজনই প্রচারণা ও তদবির শুরু করেছেন। সম্প্রতি আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন নৌকা প্রতীক ব্যবহার করে উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে রঙিন পোস্টার সাঁটিয়েছেন। এতে অনেকে মনে করছেন, আনোয়ার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গেছেন। এর তিন দিন পর রুকুনুজ্জামানও নৌকা প্রতীক ব্যবহার করে নির্বাচনী এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। এতে বিভ্রান্তিতে পড়েছেন ভোটাররা। ইউনিয়নের চকপাড়া এলাকার কয়েকজন ভোটার বলেন, প্রথমে তাঁরা মনে করেছিলেন, আনোয়ার হোসেন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। পরে রুকুনুজ্জামানের পোস্টার দেখে তাঁরা বিভ্রান্তিতে পড়েন।
নৌকা প্রতীকের পোস্টার নিয়ে আরেক মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম বলেন, ‘এ নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি আছে বলে শুনেছি। তবে মনোনয়নপ্রত্যাশী হিসেবে পোস্টার যে কেউ করতে পারেন।’ বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হযরত আলী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানতে চাইলে রুকুনুজ্জামান বলেন, ‘প্রথমে আনোয়ার হোসেন নৌকা প্রতীক দিয়ে পোস্টার ছাপালে অনেকেই মনে করেন, তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। পরে দলীয় নেতাদের অনুমতি নিয়ে আমিও পোস্টার করেছি। আস্তে আস্তে ভোটারদের বিভ্রান্তি কেটে যাবে।’
আনোয়ার হোসেন বলেন, দুজন মনোনয়নপ্রত্যাশীর পোস্টারে নৌকা দেখে সাধারণ ভোটাররা কিছুটা বিভ্রান্ত হন। পরে তাঁদের বোঝানো হয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মুসা বলেন, এখনো তফসিল ঘোষণা হয়নি। তাই মনোনয়নপ্রত্যাশীরা পোস্টার সাঁটাতে পারেন। তবে তফসিল ঘোষণার পর ওই সব পোস্টার থাকবে না।