বাম ছাত্রনেতাদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি ছাত্রদলের

ছাত্রদল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের ‘হামলার’ প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। তারা হামলাকারীদের শাস্তি দাবি করেছে।

গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব আমানউল্লাহ আমান।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার-বিচারের দাবিতে গতকাল সন্ধ্যার দিকে বিক্ষোভ মিছিল করে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।

আরও পড়ুন

বামপন্থী ছাত্রসংগঠনগুলোর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। হামলায় তাঁদের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

তবে ছাত্রলীগের নেতা-কর্মীদের ভাষ্য, মিছিলের কারণে আটকে পড়া কয়েকটি অ্যাম্বুলেন্সকে যেতে দিতে অনুরোধ করায় বাম সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেছেন। এই হামলায় তাঁদের তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।

ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে অগ্রসর হচ্ছিল। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা কাপুরুষের মতো পেছন দিক থেকে মিছিলে হামলা করে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানায়। ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে কোনোভাবেই মনে হয় না যে, এটি একটি ছাত্রসংগঠন।

আরও পড়ুন

প্রগতিশীল সংগঠনগুলোর আহত নেতা-কর্মীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্রদল। একই সঙ্গে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে তারা।

ছাত্রদল বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।