চট্টগ্রাম নগরে বিএনপির মিছিল থেকে আটক সাতজনের মধ্যে পাঁচজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কাজীর দেউড়ি এলাকায় বিএনপির মিছিলে কর্মীদের লাঠিপেটা করে পুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়। নগরের নাসিমন ভবনে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিতে আসছিলেন নেতা-কর্মীরা।
বিএনপির আটক কর্মীদের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, সাতজনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। তাঁদের এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাকি দুজনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মুচলেকা নিয়ে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়।
বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোর কাছে দাবি করেন, যে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা আগের কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন। কোনো কারণ ছাড়াই তাঁদের এখন গ্রেপ্তার দেখানো হচ্ছে।