বিএনপির ষড়যন্ত্র না থাকলে দেশ আরও এগিয়ে যেত: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হওয়ায় দলটির নেতারা আন্দোলনের আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না। সে কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের এম মনসুর আলী অডিটরিয়ামে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির অন্য কোনো ইস্যু নেই। তারা শুধু দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা ও দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে আছে। দেশে-বিদেশে অপপ্রচার করে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করাই তাদের কাজ। তাদের এসব ষড়যন্ত্র না থাকলে দেশ আরও এগিয়ে যেত। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেদিকে নজর দিতে হবে। অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
দেশ ও দেশের উন্নয়ন ছাড়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো চাওয়া-পাওয়া নেই বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। গ্রামে থেকেই শহরের সুবিধা পাচ্ছে মানুষ। দেশের প্রত্যেক মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশের টাকায় পদ্মা সেতু করেছে আওয়ামী লীগ সরকার। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়।’ এসব উন্নয়ন বিএনপি-জামায়াতের চোখে পড়ে না বলে মন্তব্য করেন তিনি।
এ সময় দলীয় নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘সম্মেলনে যেন টাকার বিনিময়ে নেতা নির্বাচিত না হয়। দুঃসময়ের ত্যাগী নেতাদের নির্বাচিত করুন।’
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লার সঞ্চালনায় সম্মেলনে দলীয় নেতাদের মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, তানভীর শাকিল, হাবিবে মিল্লাত, আবদুল আজিজ, মেরিনা জাহান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, জ্যেষ্ঠ সহসভাপতি আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।