বড় দুই জোটের বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান

সিপিবি চট্টগ্রাম জেলার দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাহ আলম
ছবি: প্রথম আলো

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের বাইরে বাম প্রগতিশীল বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের চেরাগি চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলার দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শাহ আলম।

শাহ আলম বলেন, ‘কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ কমরেড মনি সিং, কমরেড ফরহাদ আমাদের দিয়ে গেছেন। এই লাল পতাকাকে আমরা রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাব। আওয়ামী লীগ, বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের বাইরে বাম প্রগতিশীল বিকল্প গড়ে তুলব।’

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কমিউনিস্ট পার্টির এক শ বছরে এই দলের হাজারো কমরেড জীবন দিয়েছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে হাজারো কমরেড প্রাণ দিয়েছেন। লাখো কমরেড জেল, জুলুম, হুলিয়ার শিকার হয়েছেন। আমাদের কমরেডরা ব্রিটিশ তাড়াতে লড়াই করেছেন। বায়ান্নের ভাষা আন্দোলনে কমরেডরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে ১৯ হাজার গেরিলা কমরেড বাংলাদেশকে স্বাধীন করতে অংশ নিয়েছেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহা। উদ্বোধনী মঞ্চে সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফী ও সদস্য মৃণাল চৌধুরী উপস্থিত ছিলেন।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মো. শাহ আলম। সংগঠনের পতাকা উত্তোলন করেন অশোক সাহা। সঞ্চালনা করেন জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন সিপিবির সংস্কৃতি শাখার শিল্পীরা। উদ্বোধনী আয়োজন শেষে নগরের মোমিন রোডে মৈত্রী ভবন মিলনায়তনে সাংগঠনিক অধিবেশন শুরু হয়।