ভোটের দিন ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ সন্ত্রাস করলে তাঁদের ধরে পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
বিএনপির সাহেববাজারের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মিনু বলেন, ৩০ জুলাই ভোটের দিন আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধ করা হবে। ভোটে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বিপুল ভোটে জয়লাভ করবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ ভোটের দিন কেন্দ্র দখল করার জন্য অন্য জেলা থেকে সন্ত্রাসীদের ভাড়া করে নিয়ে আসবে। আমাদের কাছে খবর আছে, ভাড়াটে সন্ত্রাসীদের রাখার জন্য নগরীর বিভিন্ন হোটেলে কক্ষ বুকিং করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ২৯টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ করা হলেও ইসি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিধি লঙ্ঘন করে শহরে নৌকা প্রতীকের লক্ষাধিক পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। ইসির নির্দেশে বিএনপি বিধিবহির্ভূত প্রচার উপকরণ অপসারণ করলেও আওয়ামী লীগ করেনি। এ বিষয়ে অভিযোগ করা সত্ত্বেও ইসি, পুলিশ প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
বুলবুল দাবি করেন, ‘পুলিশ আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিয়ে এখন পর্যন্ত ১৫০ জনকে আটক করে অন্য জেলায় পাঠিয়ে দিয়েছে। অথচ উচ্চ আদালত বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। আটক হওয়া ব্যক্তিদের অনেককেই ভোটের দিন বিএনপির পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
বুলবুল জানান, গত তিন-চার দিনে শহরের ১১, ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যায়নি।
নির্বাচন সুষ্ঠু করার জন্য বুলবুল ভোটের দিন রাজশাহী সিটিতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। তিনি বিএনপির পোলিং এজেন্ট ও কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান বন্ধের এবং আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানান। তিনি বলেন, পুলিশের হাত থেকে তাঁদের নেতা-কর্মীদের রক্ষা করা এবং ভোট ডাকাতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ইসিকেই নিতে হবে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বুলবুল বলেন, ‘আপনারা ঈমান ও আখলাকের সঙ্গে দায়িত্ব পালন করবেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জেলা কমিটির সভাপতি তোফজ্জল হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক প্রমুখ।