মুরাদের চেয়ে জঘন্য কথা বলার পরও আলালকে বিএনপি সমর্থন করেছে: কাদের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, মুরাদ যা বলেছেন, তার চেয়ে ঘৃণ্য ও জঘন্য আলালকে তিনি সমর্থন করেছেন। এটাই আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভা হয়। এ সভার পর ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা জানান।
সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আলোচিত-সমালোচিত হন মুরাদ হাসান। এর মধ্যে মুরাদ হাসানের ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে, যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি নোংরা ও অশ্লীল ভাষা ব্যবহার করেন। নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মুরাদ হাসান। এ ঘটনার মধ্যে বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে তাঁকে শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলতে শোনা যায়।
সম্প্রতি মির্জা ফখরুল মন্তব্য করেন, মন্ত্রীর মুখের ভাষা আওয়ামী লীগের আসল চেহারা। আজ মির্জা ফখরুলের সেই বক্তব্য ধরে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি মির্জা ফখরুলকে পাল্টা প্রশ্ন করতে চাই, মুরাদ যা বলেছেন, তার চেয়ে ঘৃণ্য ও জঘন্য আলালকে তিনি সমর্থন করেছেন। এটাই আওয়ামী লীগের সঙ্গে তাদের (বিএনপির) পার্থক্য। এত অশ্রাব্য বক্তব্য মির্জা ফখরুল সমর্থন করলেন!’
ওবায়দুল কাদের জানান, মুরাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছেন। আর বিএনপি আলালকে প্রশ্রয় দিয়েছে, নৈতিক সমর্থন দিয়েছে।
আলালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের জানান, দলগতভাবে এ বিষয়ে আলোচনা হয়েছে।
র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের জানান, এ ঘটনায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সন্ত্রাসীরা প্রশ্রয় পাবে।
ওবায়দুল কাদের আরও জানান, আজকের সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের নানা অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয় কমিটি গঠিত হয়েছে আজকের সভায়। এর প্রধান করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে। সদস্যসচিব সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে। আরও আছেন আবদুর রহমান, বাহাউদ্দিন নাছিম, এস এম কামাল হোসেন প্রমুখ।