বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ডাকা সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন তাঁরা।
পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা একটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরুর কথা ছিল। তবে সরেজমিন দেখা যায়, সকাল নয়টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন দলের নেতা-কর্মীরা। বিএনপির এ সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় কয়েক হাজার নেতা–কর্মীকে সমাবেশস্থলে এসে হাজির হতে দেখা গেছে। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। এতে নয়াপল্টন এলাকায় সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সড়কের অপর পাশেও নেতা–কর্মীরা অবস্থান নিয়েছেন। ফলে এই পথে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে সমাবেশ মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, অন্তত একটি গাড়ি যাতায়াত করতে পারে, এমন জায়গা রাখা হোক। দলের কেন্দ্রীয় নেতারা এখনো মঞ্চে আসেননি।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ২৫ নভেম্বর থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ সারা দেশে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় এ সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন বলে জানা গেছে।