সংসদে মমতাজের গান হয়, বিরোধী দলের বিতর্ক হয় না: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের মৌলিক অধিকারের কথা সংবিধানে থাকলেও অলিখিতভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে তা বন্ধ আছে। তাঁর দাবি, সরকার বিরোধী দলকে ভয় পায়। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্য নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে গণতন্ত্র ফোরামের প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংসদে বিরোধী দল নেই। সংসদে মমতাজের গান হয়, কিন্তু বিরোধী দলের বিতর্ক হয় না। বিএনপির নেতা–কর্মীদের মামলা দিয়ে বাড়িছাড়া করে রেখেছেন। দ্রুত খালেদা জিয়াসহ অন্য রাজবন্দীদের মুক্তি দিতে হবে। না হলে জনগণ জবাব দিতে প্রস্তুত হচ্ছে।
রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের শক্তিশালী বিরোধী দল নেই। নেকড়ে বন্দী করে রেখে, মেরে ফেলে বলছেন নেই। তিনি (প্রধানমন্ত্রী) রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতের মুঠোয় রেখে বিরোধী দলকে গোরস্থানে পাঠিয়ে দিয়েছেন, নয়তো কারাগারে বন্দী করে রেখেছেন।
বিএনপির এই শীর্ষ নেতার দাবি, সরকার তরুণদের এতটাই ভয় পায় যে ইশরাককে বন্দী করে রেখেছে। রিজভী বলেন, যারা বিরোধী দল, তাদের স্থায়ী ঠিকানা এখন কারাগার। তাদের কারাগারে রেখে ক্ষমতায় থাকতে চায় সরকার। কিন্তু এভাবে চিরস্থায়ী ক্ষমতায় থাকা সম্ভব নয়।
কর্মসূচিতে গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমানও বক্তব্য দেন। তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি সম্পর্কে আমরা শুধু অবগত নই, সবাই ভুক্তভোগী। রাগে–ক্ষোভে মানুষ আত্মহত্যা করছে। সেচের পানি নেই, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি। এখন আর পেঁয়াজ কাটলে চোখে পানি আসে না। বাজারে গেলেই চোখে পানি চলে আসে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ মানুষের নাভিশ্বাস এখন।’