সমাবেশ করতে না দিলে হরতালের হুমকি

রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে আজ শুক্রবার জুমার নামাজের পর যেকোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশ করতে না দিলে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের হুমকি দিয়েছে দলটি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি এ হুমকি দেন।
মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী দেশে ফেরার পরদিন ২৫ নভেম্বর বায়তুল মোকাররমে এক বিক্ষোভ সমাবেশ থেকে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে সংসদে আইন পাস করার দাবিতে ইসলামী আন্দোলন ৫ ডিসেম্বর সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ ও সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি দিয়েছিল। কিন্তু দলটি গতকাল রাত ১০টা পর্যন্ত সমাবেশের জন্য পুলিশের অনুমতি পায়নি।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পুলিশ সমাবেশ নিয়ে নানা ছলচাতুরীর আশ্রয় নিয়ে সময়ক্ষেপণ করছে। আমরা যেকোনো মূল্যে সমাবেশ করব। বাধা দিলে রোববার হরতাল হবে।’