জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

জাতীয় পার্টির (জাপা) একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে দায়িত্ব পালন করাকে বিরল দৃষ্টান্ত বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, জাতীয় পার্টির এই দৃষ্টান্ত ভবিষ্যতে অনেক গণতান্ত্রিক দেশ গ্রহণ করবে।

জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভারত সফরকালে বৈঠকে সুষমা স্বরাজ এ কথা বলেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আজ বৃহস্পতিবার সকালে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল আমিন এই দাবি করেন। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিরোধী দল বলে শুধু বিরোধিতাই করবে, সরকারের সঙ্গে কোনো দায়িত্ব পালন করতে পারবে না—এই প্রচলিত ধারা থেকে জাতীয় পার্টি বেরিয়ে আসতে পেরেছে, এটা তাঁর ভালো লেগেছে।

২২ জুলাই এইচ এম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতে যায়। দলের অন্য সদস্যরা হলেন রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু, সুনীল শুভ রায় ও খালেদ আক্তার।

সেই সফরের বিষয়ে তুলে ধরতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাপার চেয়ারম্যানকে ভারত সরকার যে সম্মান দেখিয়েছেন, তার জন্য ভারতের প্রতি জাপা কৃতজ্ঞতা জানাচ্ছে। ভারত সরকার এরশাদকে সুবিধামতো সময়ে আবারও সফরের আমন্ত্রণ জানিয়েছে। জাপার প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপাল বৈঠক করেছেন। দেশটির প্রধানমন্ত্রী সে সময় দিল্লি না থাকায় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে তাঁদের সঙ্গে কথা বলেছেন।

জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার দাবি করেছেন, ভারতের শীর্ষস্থানীয় ওই তিন নেতার সঙ্গে বৈঠকে প্রায় অভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ভারতের নেতারা বলছেন, তাদের সরকার ও জনগণ বাংলাদেশের সঙ্গে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় দেখতে চায়। ভারতের প্রত্যাশা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেন বজায় থাকে। তাঁরা আশ্বস্ত করেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে ভারত নৈতিক সমর্থন সব সময় অব্যাহত রাখবে। তিনি বলেন, ভারত বলছে, তারা সব সময়ই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। দেশটির নেতারা বাংলাদেশে গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টির ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

ভারতের তিন নেতার সঙ্গে পৃথক বৈঠকে জাতীয় পার্টি জানিয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি সব সময় সোচ্চার থাকবে। জাতীয় পার্টি আগামীর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ভবিষ্যতে সরকার গঠনের ব্যাপারে জাতীয় পার্টির প্রত্যাশার কথাও ভারতের নেতাদের জানানো হয়েছে।

বরিশালে আ.লীগ সমর্থন জাতীয় পার্টির

সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে থাকবে জাতীয় পার্টি। এ জন্য সেখান থেকে জাতীয় পার্টির প্রার্থীকে সরে দাঁড়াতে বলা হয়েছে। জাতীয় পার্টি মনে করে, বরিশাল সিটি করপোরেশনের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ী হওয়ার প্রয়োজন আছে।