সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি: ছাত্রদল

ছাত্রদল
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ওমর ফারুক ছাত্রদল নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন—এমন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ। তাঁরা বলেছেন, এই সংবাদে তাঁরা বিস্মিত ও হতবাক।

প্রতিবাদলিপিতে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ জুন ছাত্রদলের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা হয়। পরদিন আমরা বিভিন্ন পত্রিকায় দেখতে পাই, সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর ছাত্রদল হামলা করেছে। ছাত্রদলের আলোচনা সভায় এমন কোনো ঘটনাই ঘটেনি। এই সংবাদ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’

ছাত্রদলের নেতা-কর্মীরা গণমাধ্যমবান্ধব ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বিবৃতিতে সংগঠনের দুই নেতা বলেন, জাতীয় প্রেসক্লাব একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখানে সব সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত থাকেন। সিসি ক্যামেরায় নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।

কোনো প্রত্যক্ষদর্শীর বরাত ও প্রমাণ ছাড়া সাংবাদিক নেতা ওমর ফারুক তাঁর গায়ে একটি খণ্ড মিছিলের লোকজনের ধাক্কা লেগেছে বলে অভিযোগ করেন। যেহেতু ছাত্রদলের সভা চলাকালে একটি অভিযোগ উঠেছে, সে জন্য ছাত্রদল সভাপতি সৌজন্যের স্বার্থে তাঁর সঙ্গে দেখা করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন। তখনো তিনি হামলার কথা সুস্পষ্টভাবে বলেননি।

ছাত্রদল নেতারা কথিত হামলার সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ রকম মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।