সাংসদ হিসেবে শপথ নিলেন মেরিনা

শপথ নিচ্ছেন মেরিনা জাহান
ছবি: বাসস

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নির্বাচিত মেরিনা জাহান সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে মেরিনা জাহান রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এই উপনির্বাচনে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেরিনা জাহানের বিপরীতে প্রার্থী হয়েছিলেন আরও দুজন। তাঁরা হলেন জাতীয় পার্টির মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোটরগাড়ি প্রতীকের হুমায়ুন কবির।

উপনির্বাচনে মেরিনা জাহান পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) মো. মোক্তার হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৫ ভোট।

গত ২ সেপ্টেম্বর সাংসদ হাসিবুর রহমানের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।