সাকির ওপর এ হামলা নারকীয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জোনায়েদ সাকির ওপর হামলা কেবলমাত্র কাপুরুষদের দ্বারাই সম্ভব। এ হামলা নারকীয় এবং ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে হামলার শিকার হন জোনায়েদ সাকি।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী। সরকার সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে যে দেশ চালাতে চায়, আজকের ঘটনা তারই প্রমাণ। এই হামলা সরকারের সব ব্যর্থতা থেকে দৃষ্টি ফেরানোর কৌশল। এই সহিংস ঘটনায় পৈশাচিক নাৎসিবাদ আরও তীব্র মাত্রায় আত্মপ্রকাশ করল।

এটি কিসের আলামত, এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের পেটোয়া সন্ত্রাসীদের প্রকাশ্যে জনপদের পর জনপদ দাপিয়ে বেড়ানোর পর হাসপাতালেও এদের রক্তাক্ত ছোবল থেকে নিস্তার পাচ্ছে না বিরোধী দল ও মতের মানুষেরা। হত্যার উদ্দেশ্য নিয়ে জোনায়েদ সাকির ওপর আক্রমণ করে তাঁকে রক্তাক্ত করা হয়েছে।

ফখরুল বলেন, ভোট, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনসহ বিরোধী শক্তিকে আক্রমণ করে ধ্বংস করতে তাদের অপচেষ্টা থেমে নেই। সরকার তাদের সব শক্তি দিয়ে একের পর এক অশুভ পরিকল্পনা এঁটে যাচ্ছে।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, যখন সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে, ঠিক সেদিনই গ্যাসের দাম অসহনীয় মাত্রায় বৃদ্ধি করার মাধ্যমে এই সরকার পুনরায় প্রমাণ করল, তারা বড় গণদুশমন। তথাকথিত উন্নয়নের নামে যে হরিলুট চলছে, সেটি পূরণ করার জন্য জনগণকে ফতুর করতেই এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

বিবৃতিতে জোনায়েদ সাকির ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির মহাসচিব।