সিলেট–চট্টগ্রামের ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

চট্টগ্রাম ও সিলেট বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দলের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

চতুর্থ ধাপে অনুষ্ঠেয় এই দুই বিভাগের ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ হবে।

গতকাল গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

awami league UP nomination.pdf