সিলেটের শফি আহমেদকে বিএনপির বহিষ্কার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরী
ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ায় শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি নোটিশের জবাব দিয়েছেন। কিন্তু তাঁর বক্তব্য ‘গ্রহণযোগ্য ও সন্তোষজনক’ হয়নি মর্মে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৩ মে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, জুলাই মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। ২২ মে দলটির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দলের এ সিদ্ধান্ত অমান্য করে শফি আহমেদ চৌধুরী উপনির্বাচনে অংশ নিতে ১৫ জুন স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দেন।