স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা এখনো ষড়যন্ত্র করছে: হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের সন্তানেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। যেসব আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল এখন তাদের সঙ্গে এই বিরোধীদের সন্তানেরা মিলে নানা ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ সেটি প্রমাণ করে।’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রায়েরবাজারের বধ্যভূমি স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই যুগ্ম সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
বুদ্ধিজীবী হত্যাকারী হিসেবে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট রয়েছে। তবে যেসব দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেসব দেশে বঙ্গবন্ধুর খুনিরাও লুকিয়ে আছে। এসব দেশে বুদ্ধিজীবীর খুনিরাও লুকিয়ে আছে। এসব দেশ থেকে এখনো আমরা কাঙ্ক্ষিত সহযোগিতা পাইনি।’
আজ সকাল থেকে ঢাকার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানায়। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী কাজী শামসুল হকের ছেলে কাজী সাইফুদ্দিন আব্বাস, মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির, মকসুদ আলীর মেয়ে তহমিনা খানম শহীদ পরিবারের পক্ষে (প্রজন্ম একাত্তরের ব্যানারে) শ্রদ্ধা নিবেদন করেন।