স্বৈরাচারী কায়দায় দল চালান ওয়াদুদ ভূইঁয়া, অভিযোগ ভাতিজার

সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভাতিজা মো. শহীদুল ইসলাম ভুঁইয়া
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে ‘স্বৈরাচারী কায়দায়’ দল চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তাঁর আপন ভাতিজা রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভূঁইয়া। একই সঙ্গে পৌর বিএনপির নতুন কমিটি গঠনে তাঁর চাচা অনিয়ম করেছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন মো. শহীদুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপজেলা বিএনপির সাবেক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। শহীদুল আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

খাগড়াছড়ির রামগড়ে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া কোনো নিয়মনীতির তোয়াক্কা করেন না। দলের গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বৈরাচারী কায়দায় নিজের খেয়ালখুশিমতো কমিটি ঘোষণা করেছেন, যা দলের শৃঙ্খলা পরিপন্থী ও নীতিবহির্ভূত কাজ। এর ফলে জেলায় বিএনপি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

শহীদুল ইসলাম আরও অভিযোগ করেন, ‘ওয়াদুদ ভূঁইয়া অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আমার কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। জ্ঞান হওয়ার পর থেকেই আমি বিএনপির সঙ্গে সম্পৃক্ত। আমার মাসহ পরিবারের লোকজন বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। আমার বাবা ব্যবসায়ী হওয়া সত্ত্বেও বৃদ্ধ বয়সে জেল খেটেছেন। আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক মামলা এখনো চলমান। এই অবস্থায় ওয়াদুদ ভূঁইয়া চাইছেন আমি যাতে দল করতে না পারি। আমি যাতে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারি, সে জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি। অথচ গত জাতীয় সংসদ নির্বাচনে আমি খাগড়াছড়িতে বিএনপির থেকে নির্বাচন করেছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীরা বলেন, রামগড় উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ক্ষোভ বিএনপির নেতা-কর্মীদের বিভাজন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সাধারণ কর্মীরা। সৌজন্য সাক্ষাতের কথা বলে কিছু লোককে রামগড় থেকে খাগড়াছড়ি নিয়ে সাবেক এমপি ও বর্তমান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া গত বৃহস্পতিবার একটি কমিটি ঘোষণা করেন, যা নিয়মবহির্ভূত বলে দাবি নেতা-কর্মীদের।

তাঁরা আরও বলেন, অতীতেও ওয়াদুদ ভূঁইয়া এমন অনেক অনিয়ম করেছেন, যার বিষয়ে দলের কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ করা হয়েছে। নেতা–কর্মীদের দাবি, কেন্দ্রীয় নেতারা এবারের অনিয়মের তদন্ত করে নবগঠিত পকেট কমিটি বাতিল করে গঠনতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী, সহসভাপতি মুজিবুল হক, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবুল কাশেম, রামগড় পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহের হোসেন প্রমুখ।