স্বৈরাচারের সঙ্গে আপস করা যাবে না: আ স ম রব

রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, পৃথিবীর কোথাও স্বৈরাচার, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ আপসে যায়নি, বাংলাদেশেও যাবে না। তাদের ঝাড়ু–লাঠি দিয়ে পিটিয়ে বের করতে হবে। আর এটা করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। তিনি আরও বলেছেন, ছাত্র-যুবকেরাই দেশকে বাঁচাতে পারে। সব ধরনের অনিয়মের প্রতিবাদ করতে হবে তরুণদেরই।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক আলোচনা সভায় এসব কথা বলেন আবদুর রব। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ।

এ সময় জেএসডি সভাপতি আবদুর রব বলেন, ‘গত ৫০ বছরে আমাদের কী অর্জন, কী হারিয়েছি, তার কোনো মূল্যায়ন হয়নি। আন্তসমীক্ষা হয়নি। তবে এই সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা।’ তিনি বলেন, ‘পুলিশ হেফাজতে, ক্রসফায়ারের নামে মানুষ মারা হয়, হকিস্টিক দিয়ে পিটিয়ে মারা হলো আবরারকে।

পৃথিবীর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হয় কি না, আমার জানা নেই।’
আ স ম আবদুর রব আরও বলেন, ছাত্র-যুবকেরা এই দেশকে অনাচারের হাত থেকে বাঁচাতে পারে। তরুণদেরই সব ধরনের অনিয়মের প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে।

সভায় কল্যাণ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, দেশে অনেক ঘটনা ঘটে। অথচ ৫০ বছর পরও এসব ঘটনার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে যাঁরা কাজ করছেন, তাঁদের গুম, হত্যা করা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না।

এ সময় গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসেও রাষ্ট্রচালকেরা মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা করতে পারেনি। কত বুদ্ধিজীবীদের আমরা হারিয়েছি, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। বর্তমান সরকার তিন মেয়াদে ক্ষমতায় থেকেও তা করেনি।’

আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি হাসরত খান ভাসানী, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার প্রমুখ বক্তব্য দেন।