একটি রাখাইন প্রবাদ: বরিশাল বিভাগের আদিবাসী রাখাইনদের ভূমিসংকট পর্যালোচনা

সারসংক্ষেপ

বাংলাদেশের ১৬ কোটি জনসংখ্যার মধ্যে বাঙালি ছাড়া অন্য ৩০ লাখ জাতিগোষ্ঠীর মানুষ ‘আদিবাসী’ হিসেবে নিজেদের একক পরিচয় দাঁড় করিয়েছে। আদিবাসীদের ভেতরে রাখাইনদের মোট জনসংখ্যা বর্তমানে প্রায় ১৪ হাজার ৫০০। বাংলাদেশে কয়েক শ বছরের প্রাচীন রাখাইন সভ্যতার নিদর্শন থাকা সত্ত্বেও রাখাইন জনগণ দেশের মূলধারায় উপেক্ষিত। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী দ্বীপে আদি রাখাইন বসতি স্থাপনের ইতিহাস জানা গেলেও আজ পুরো বরিশাল বিভাগ রাখাইনশূন্য হয়ে পড়েছে। প্রশ্নহীনভাবে রাখাইন বসত ও ভূমি বেদখলই এর অন্যতম কারণ। চলতি আলাপটি বাংলাদেশের বরিশাল বিভাগের রাখাইন জনগণের ভূমিহীনতা-সম্পর্কিত প্রশ্নকে ঘিরে বিস্তৃত হয়েছে। উপকূলে চলমান হেজেমনিক বা অধিপতি উন্নয়ন-বাহাদুরি ও রাখাইন জনগণের ভূমিযন্ত্রণা বুঝতে একটি প্রচলিত রাখাইন প্রবাদের আশ্রয় নেওয়া হয়েছে। উপকূলের রাখাইনদের ভূমিসংকটকে এক প্রচলিত রাখাইন প্রবাদের ময়দান থেকেই বোঝার চেষ্টা করা হয়েছে। প্রবাদে বলা হয়েছে, যখন চারদিকে বাঁধ বা প্রতিবন্ধকতা তৈরি হয়ে সব প্রাণপ্রবাহ বন্ধ হয়ে যায়, তখন আর ওই এলাকা বসবাসের উপযোগী থাকে না এবং এমন পরিস্থিতিতে নতুন বসতির খোঁজে স্থানান্তরিত হতে হয়। রাখাইনদের ভূমিসংকট বুঝতে বর্তমান লেখাটি প্রবাদে বর্ণিত সেই ‘বাধা’কে নানাভাবে চলমান দেখতে পেয়েছে। ভূমি দখল, উপকূলীয় বাঁধ, অধিগ্রহণ, রাষ্ট্রীয় অবহেলা, জাতিগত নিপীড়ন, বিচারহীনতা, বাঙালি জাত্যভিমান, প্রাকৃতিক বিপর্যয়, রাখাইন সংস্কৃতির প্রতি উদাসীনতা, রাজনৈতিক বাহাদুরি, বৃহত্ উন্নয়ন প্রকল্পের মতো প্রতিবন্ধকতা ইত্যাদি আজ রাখাইনদের বসতির বেঁচে থাকার প্রাণপ্রবাহগুলোকে হুমকিতে ফেলছে। লেখাটি উল্লিখিত এলাকার প্রবীণ রাখাইন নারী ও পুরুষদের স্মৃতি-আখ্যানকে মূল সূত্র ধরে এই প্রজন্মের রাখাইনদের ভূমিযন্ত্রণা খোঁজার চেষ্টা করেছে। রাখাইন জনগণ, উল্লিখিত অঞ্চল ও বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রকাশিত ও অপ্রকাশিত নানা দলিল, নথি, প্রত্নস্থল, রাখাইনদের আদি ও দখল হয়ে যাওয়া বসতিস্থল, এলাকার বাঙালি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের ভাষ্য লেখাটির নানা সূত্র বিশ্লেষণ ও উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একক ও দীর্ঘ সাক্ষাত্কার, দলগত আলোচনা, অভিযোগ ও তর্ক এবং অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির ভেতর দিয়েই চলতি লেখার তথ্যগুলো নথিভুক্ত ও বিশ্লেষিত হয়েছে। রাখাইন জীবনদর্শন ও ঐতিহ্যগত ভূমিরীতির দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপিত এই লেখা ‘প্রতিবেশ-রাজনীতির’ ডিসকোর্সে এক নয়া সংযোজন।

মুখ্য শব্দগুচ্ছ

রাখাইন জনগণ, রাখাইন প্রবাদ, ভূমিসংকট, আদিবাসী, উপকূল, বরিশাল বিভাগ, বাংলাদেশ।

[বিস্তারিত দেখুন জানুয়ারি–মার্চ ২০১৮ সংখ্যা (২২তম সংখ্যা)৷