ভারতবর্ষে ব্রিটিশ শাসন ও মার্ক্সের লেখনী: একটি সংক্ষিপ্ত পর্যালোচনা

সারসংক্ষেপ

ভারতবর্ষে ব্রিটিশদের শাসন ও তার প্রভাব সম্পর্কে কার্ল মার্ক্সের লেখাগুলো ছিল বিশেষ করে কলাম ও সম্পাদকীয়। নিউইয়র্ক ডেইলি ট্রিবিউন-এ১ ১৮৫০ সালের দিকে সেগুলো প্রকাশিত হয়েছিল। তাঁর এই লেখাগুলো অসংখ্যবার পঠিত হয়েছে ও নানা মতের পণ্ডিতেরা সেই লেখার বিভিন্ন দিক নিয়ে ভেবেছিলেন। সেই পণ্ডিতদের অনেকে আবার ভারতবর্ষের ঔপনিবেশিক এবং প্রাক-ঔপনিবেশিক অর্থনীতি ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে মার্ক্সের তথ্যের উত্পত্তি নিয়েও আলোচনা করেছেন। এখন মনে হতে পারে যে এ বিষয়ে নতুনভাবে আলোচনার সুযোগ খুব একটা নেই। কিন্তু আমার এই লেখার উদ্দেশ্য হলো, মার্ক্স যেসব মানদণ্ডের ওপর ভিত্তি করে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ওপর তার চূড়ান্ত অভিমত ও মূল্যায়ন দিয়েছিলেন, সেই মানদণ্ডগুলো সতর্কতার সঙ্গে খুঁটিয়ে দেখানো ও যুক্তি দিয়ে সেই প্রয়োজনীয়তা তুলে ধরা। এ লেখাটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে ভারতবর্ষ নিয়ে মার্ক্সের লেখাগুলোর সারাংশ তুলে ধরা হয়েছে। দ্বিতীয় ভাগে মার্ক্সবাদীরা উপনিবেশবাদ নিয়ে মার্ক্সের পর্যালোচনাকে কীভাবে দেখেছিলেন, তার একটা সংক্ষিপ্ত বরাত দেওয়া হয়েছে। একদম শেষ ভাগে দেখানো হয়েছে যে যদিও জীবনের প্রথম দিকে মার্ক্স উপনিবেশবাদকে প্রগতিশীল ও গঠনমূলক হিসেবে দেখেছিলেন কিন্তু পরবর্তী সময়ে তিনি তাঁর সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিলেন ও একপর্যায়ে বাদ দিয়েছিলেন। যা-ই হোক, ভারতবর্ষের ওপর ইউরোপীয়দের পরম্পরাগত মন্তব্য থেকে মার্ক্স যে সাধারণ ধারণা পেয়েছিলেন, সংক্ষিপ্তভাবে তা দিয়েই শুরু করা হলো।

(বিস্তারিত দেখুন এপ্রিল-জুন ২০১৮ সংখ্যায়)