জীবজন্তুর জবর জগৎ

.
.

 ডাস্টবিনে দুই তেলাপোকার সংলাপ:
—জানো, কাল এক নতুন রেস্টুরেন্টে গিয়েছিলাম। কী ঝকঝকে-তকতকে! কী পরিষ্কার-পরিচ্ছন্ন...
—আমি যখন খেতে বসেছি, তখন এমন গল্প না করলেই নয়?
 টিকটিকি দেখে খরগোশ বলল:
—এই, তুমি কে?
—আমি ডাইনোসর।
—ডাইনোসর! তারা তো কবেই বিলুপ্ত হয়ে গেছে!
—ভুল কথা। এক অসুখে ভুগে আমাদের এই দশা।
 দুই ক্যাঙারুর সংলাপ:
—তুমি আরেকটা বাচ্চা নিচ্ছ না কেন?
—বুঝলে, পকেটের* অবস্থা ভালো নয়।
ক্যাঙারুর থলেকে রুশ ভাষায় ‘পকেট’ বলা হয়ে থাকে।