নির্বাচন যে কারণে গ্রহণযোগ্য হবে

বিদেশি পর্যবেক্ষক আসবেন না, তাতে কী! নির্বাচন তো নিশ্চিতভাবেই অবাধ, সুষ্ঠু, কালোটাকামুক্ত, নিরপেক্ষ, স্বচ্ছ আন্তর্জাতিক মানের হতে যাচ্ছে। দেখুন স্বচক্ষে—

.
.

অবাধ
বিরোধী দল তো নির্বাচনেই নেই। বাধা দেবে কে? বাধামুক্ত অবাধ নির্বাচন অতীব কনফার্ম।

কালোটাকামুক্ত
পোস্টারটাই যেখানে বানাতে হচ্ছে না, সেখানে টাকার কথা আসছে কোথা থেকে? টাকাই যেখানে লাগছে না সেখানে কালোটাকার বালিশ কিংবা তোষকগুলো এবার শীতে নেতাদের উষ্ণতা দেওয়া ছাড়া আর কীই-বা কাজে লাগবে?

সুষ্ঠু
ইতিমধ্যে অসুষ্ঠুভাবে কোনো উপায়ের পথে না গিয়েই ১৫৪ জন সাংসদ নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন বাকিটুকুও সুষ্ঠু হতে যাচ্ছে।

স্বচ্ছ
পলিথিনের মতোই স্বচ্ছভাবে দেখা যাচ্ছে যে বর্তমান সরকারই আবার জিতবে। এমনকি আপনি যদি ভোট না দেন তার পরও।

.
.

অহিংস
কে কাকে হিংসা করবে? তারা তারাই তো।

নিরপেক্ষ
পক্ষ তো দুইটা। পক্ষ আর পোষা পক্ষ। নিরপেক্ষ না হয়ে নির্বাচনটা যাবে কই?

আন্তর্জাতিক মান
ইতিমধ্যেই নির্বাচন ছাড়াই জয়ের একটা আন্তর্জাতিক রেকর্ড হয়ে গেছে। এখন শুধু নিজেদের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক রেকর্ডটিকে আরও বড় উচ্চতায় নিয়ে যাওয়ার পালা।

অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ
অনন্ত জলিল, অভিনেতা, চিত্রপরিচালক, ব্যবসায়ী
ক্যারিকেচার: ষুভ