অবৈজ্ঞানিক তত্ত্ব

রসায়ন

থুতু উৎপাদন তত্ত্ব
উদ্ভাবক: হুসেইন মুহম্মদ এরশাদ
উপর্যুপরি প্রভাবক হিসেবে ‘ডিগবাজি’ উপস্থিত থাকলে যেকোনো স্ববিরোধী দুটি কাজের বিক্রিয়ায় জনগণের মুখে থুতু উৎপন্ন হয়। যাতে উপজাত হিসেবে কিঞ্চিৎ হাসিও উৎপাদন করে।

অর্থনীতি
দুষ্ট তত্ত্ব
উদ্ভাবক: আবুল মাল আবদুল মুহিত
অর্থনীতি খুবই দুষ্ট প্রকৃতির। কিন্তু তাকে পিটিয়ে মানুষ করা সম্ভব। কিন্তু এ তত্ত্বের সীমাবদ্ধতা হলো মানুষগুলোও খুব দুষ্ট।

খনিজ সম্পদ আবিষ্কার
গরমতত্ত্ব
উদ্ভাবক: বিরোধী জোট
বাংলাদেশের মাটিতে লুকিয়ে থাকা নতুন খনিজ সম্পদ ককটেল ও পেট্রলবোমা আবিষ্কার।

পদার্থবিজ্ঞান
নাড়াচাড়া তত্ত্ব
উদ্ভাবক: মহীউদ্দীন খান আলমগীর
ঝাঁকুনি সহকারে হরতালপূর্বক নাড়াচাড়ায় আটতলা পর্যন্ত একটি ভবন অভিকর্ষ বল উপেক্ষা করে চুরমার হয়ে যেতে পারে।

পৌরনীতি
সংবিধান রক্ষাকবচ তত্ত্ব
উদ্ভাবক: শেখ হাসিনা
জনগণের সংবিধান নয়, সংবিধানের জন্যই জনগণ!

নগরায়ণ
বৃক্ষনিধন কর্মসূচি
উদ্ভাবক: জামায়াতে ইসলামী
বৃক্ষ কেটে জঞ্জাল পরিষ্কার করে দেশে নগরায়ণ প্রতিষ্ঠা।

ক্রীড়া
গোল তত্ত্ব
উদ্ভাবক: বর্তমান সরকার
খালি মাঠে গোল দেওয়া সহজ কথা নয়। প্রতিপক্ষকে স্টেডিয়ামের বাইরে রাখা, রেফারিকে পোষ মানানো, পোষা প্রতিপক্ষ ম্যানেজ করা! উফ যা তা লেভেলের কঠিন কাজ!

শান্তি
অবতাল তত্ত্ব
উদ্ভাবক: খালেদা জিয়া
একই সঙ্গে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দিয়ে দেশের জনগণকে সপ্তাহের প্রায় সাত দিনই ছুটির আমেজে রাখা।

প্রথম বাংলাদেশি নভোচারী
ফটোশপ তত্ত্ব
উদ্ভাবক: দেলাওয়ার হোসাইন সাঈদীর সমর্থকগোষ্ঠী
দেশের প্রথম নভোচারী হিসেবে চাঁদের বুকে পা রাখার বিরল কীর্তি।

পল্টিবন্ধু জিমন্যাস্ট
হুসেইন মুহম্মদ এরশাদ
চেয়ারম্যান, জাতীয় পার্টি
ক্যারিকেচার: আরাফাত করিম