ইশতেহার ঘোষণার এখনই সময়

.
.

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আর মাত্র এক দিন পরই মহাসমারোহে আসছে নতুন বছর। যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছর উদ্যাপন করার জন্য এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন অনেকে। বিকট শব্দে হর্ন বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অনেকেই ঠিকঠাক করছেন নিজের গাড়ির হর্ন। ঠান্ডায় অনেকের গলা বসে গেছে। তার পরও ১২টা এক মিনিটে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলে জোরে চিৎকার করার জন্য অনেকে খাচ্ছেন আদা চা। তবে নতুন বছর আসতে যেহেতু খুব বেশি দেরি নেই, তাই ২০১৪ সালের ইশতেহার নিয়েও চিন্তাভাবনা করা উচিত সবার।
শুধু রাজনৈতিক দলগুলোই পরবর্তী পাঁচ বছরের জন্য ইশতেহার ঘোষণা করবে, এমন কোনো কথা নেই। ২০১৪ সালটা কীভাবে কাটানো যায়, সে বিষয়ক ইশতেহার যে কেউই ভাবতে পারে। নতুন বছরে নতুনভাবে কার কার সঙ্গে প্রেম করবেন, ফেসবুকে কী কী স্ট্যাটাস দেবেন কিংবা টিভিতে কোন কোন সিরিয়াল দেখবেন, তা আগে থেকেই ঘোষণা দিয়ে রাখতে পারেন। আমরা যেমন ঘোষণা দিচ্ছি, আগামী বছর প্রতি সোমবার প্রকাশিত হবে রস+আলো! তবে এমনিতে ৭ কে অনেকেই সৌভাগ্যের সংখ্যা মনে করেন, সুতরাং ১৪ মানে ডাবল সৌভাগ্য! ২০১৪ সবার জীবনে ডাবল সৌভাগ্য বয়ে আনুক—এ প্রত্যাশায় শেষ করছি এ বছরের রসকীয়। আপনাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ এই যে, এ বছর আর রস+আলো বের হবে না। বিদায়।