জনসচেতনতার উপায়

আঁকা: শিখা
আঁকা: শিখা

একবার এক হাইহিলওয়ালার সঙ্গে বন্ধুত্ব হলো এক স্যান্ডেলওয়ালার। মানুষে মানুষে বন্ধুত্ব হলেও জুতায় জুতায় বন্ধুত্ব হলো না। চকচকে হাইহিল যখন খটখট শব্দ তুলে যেত, ১০০ টাকার স্যান্ডেল তখন নীরবে ধুলা উড়াত।
ঝকঝকে রোদেলা এক দুপুর। সেদিন ছিল হরতাল। তার পরও দুই বান্ধবী বের হলো বেড়াতে। রাস্তা ধরে হাঁটার সময় হঠাৎ করে তাদের থেকে দুই হাত দূরে ‘বুউউউম’ করে ফুটল এক ককটেল! আতঙ্কগ্রস্ত দুই বান্ধবী তখন দৌড় লাগাল ঝেড়ে। চার-পাঁচ পা এগোতেই আছাড় খেয়ে পড়ল হাইহিলওয়ালা। স্যান্ডেলওয়ালা তাকে টেনে তুলে নিয়ে গেল ১০০ টাকার জুতার দোকানে। রাগে-দুঃখে হাইহিলওয়ালা হাইহিলকে ছুড়ে ফেলে পায়ে গলাল ১০০ টাকার এক জোড়া স্যান্ডেল। তারপর দুই বান্ধবী হরতালের দিন নির্বিঘ্নে জোরে জোরে দৌড়াতে লাগল।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: হরতালে হাইহিল শরীরের জন্য ক্ষতিকর!
 পারছা আইরিন, খুলনা