হরতাল জোকস

আঁকা: শিখা
আঁকা: শিখা

হরতাল আসলে কী? এটা বুঝতে না পেরে আমার প্রবাসী কাজিন
প্রশ্ন করল—
আচ্ছা, হরতাল কী?
হরতালের দিন দুই পক্ষের মধ্যে মারামারি হয়, ভাঙচুর হয়।
ও, বুঝেছি। তোমাদের দেশে রেসলিংকে হরতাল বলে?
হুম্! তবে আমাদের দেশেরটা আরও বেশি মারাত্মক, বাস্তব এবং তা দেশের প্রায় সব টেলিভিশনেই সম্প্রচারিত হয়।

হরতালের দিন। এক পিকেটার ককটেল প্রস্তুতকারকের কাছ থেকে কয়েকটা ককটেল কিনে নিয়ে গেল। পরদিন সে বিক্রেতার কাছে গিয়ে বলল, ‘গতকাল একটা ককটেলও ফাটল না! ঘটনা কী?’
বিক্রেতার জবাব, ‘হতেই পারে না! আমি তো সব কটিই পরীক্ষা করে দেখেছিলাম!’
প্রচ্ছদ ভাবনা: তাওহিদ মিলটন আঁকা: জুনায়েদ