অধিকার

নৌকা মাঝির সর্দারে কয় গরুর গাড়ির চালককে—‘বল তো দেখি—সারেং, মাঝি, ড্রাইভারদের পালক কে?’মৃদু হেসে চুলকে মাথা গরুর গাড়ির চালক,বলল, ‘আমি এ বিষয়ে নিতান্ত এক বালক।আপনি হলেন মহান নেতা মনটা ভারি উদারজলে-স্থলে সমান দাপট রক্ষা করেন দু’ধার।আমি শুধু বুদ্ধি রাখি মাথায়ভুল করেও লিখি না নোট খাতায়!’ঘন গোঁফের ফাঁকে হাসেন মস্ত মাঝির নেতা—‘ছাগলকেও সনদ দেব—সব মাঝির বাহ্বা নেব;সবাই যেন খুশিই থাকে না পাক মনে ব্যথা।’গরুর গাড়ির চালক বলে, ‘গরুও সনদ চায়অধিকার তো ওরও আছে, সবাই যদি পায়।’