তৈলাক্ত ছড়া

অনেক দিনের ইচ্ছে আমার লিখব তেলের ছড়া
ছড়া থেকে তেল বেরোবে, সে তেল মিঠেকড়া।
ছড়ার তেলে কই ভাজব, বসকে দিব খেতে
মুরগি ভেজে নিয়ে যাব মনটা বসের পেতে।
বসের দুপায় তেল মাখাব, ওম পাবে এই শীতে
বস থাকবে মন্ত্রমুগ্ধ রবীন্দ্রসংগীতে।
অন্যের সব ভাবনাগুলো মেরে দিয়ে শেষে
ওসব আমার বসকে বলব দাঁত কেলিয়ে হেসে।
অন্যেরা সব কাজ করবে আমি শুধু ঘুরে
বসের কথাই বলব আমি বসের সুরে সুরে।
সবাই জানে তেলটা ছাড়া নেই কোনো আজ গতি
সব্বাইকে টপকে আমি পাব পদোন্নতি।
বস যখনই অফিস আসেন যাব নিয়ে তেল
সারা দিনে কী করেছি, করব যে ই-মেল।
বস থাকলেই চিৎকার আর একে ওকে ডেকে
হইহুল্লোড় বাধিয়ে দেব বস যেন তা দেখে।
কাজের চেয়ে ঘন ঘন বসের সামনে গেলে
বস ভাববে এই আমি তো করিতকর্মা ছেলে।
হরপ্রসাদ শাস্ত্রী দাদা তোমায় জানাই সেলাম
তৈলাক্ত ছড়া নিয়ে বসের রুমে গেলাম...