ভ্যালেন্টিনা

.
.

রাজধানীর এক শপিং মলে
যাই প্রতিদিন সন্ধ্যা হলে।
হঠাৎ সেদিন পেছন থেকে
ডাক দিল কেউ আমায় দেখে।
কণ্ঠটা খুব মায়া ভরা
তাকে নিয়েই লিখছি ছড়া।
দশ বছরের আগের উনি
শিল্পকলার শাখায় গুণী।
দশটি বছর পরে দেখা
চাই জানতে, ‘আজও একা?’
ভ্যালেন্টিনা ঘর করেননি
আমাকেও তো পর করেননি।
কোটি টাকা দিলেও ‘ইনাম’
বলব না আজ ওনার কী নাম।