রস+আলো সংবাদ

শুভ সন্ধ্যা, আমন্ত্রণ রস+টিভির সাপ্তাহিক সংবাদে। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত।

আঁকা: শিখা
আঁকা: শিখা

সংবাদ-১
গতকাল প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষা সমাপনীর ফলাফল। কৃতী শিক্ষার্থীদের উল্লাসে স্কুলগুলো দিনভর ছিল মুখরিত। এর আগে সকালে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সরকার শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর অন্যদিকে বিরোধী দল দেশকে পিছিয়ে দিতে চায়। তারা ক্ষমতায় আসা মানে দেশ ৫০ বছর পিছিয়ে যাওয়া। দুর্নীতি, খুন, হত্যা, গুম বেড়ে যাওয়া। বিদেশে টাকা পাচার হওয়া, কিছু লোকের আঙুল ফুলে কলাগাছ হওয়া।’ চলে যাচ্ছি পরের সংবাদে...

আঁকা: শিখা
আঁকা: শিখা

সংবাদ-২
আজ দেশের সবচেয়ে বড় সেতু ‘পদ্মা সেতু’ উদ্বোধন করলেন যোগাযোগমন্ত্রী। উদ্বোধন শেষে মুন্সিগঞ্জ কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘এই সেতুর ফলে দক্ষিণাঞ্চলের বহুমুখী উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। আর অন্যদিকে বিরোধী দল দেশকে পিছিয়ে দিতে চায়...’

আঁকা: শিখা
আঁকা: শিখা

সংবাদ-৩
গতকাল সারা দেশে পালিত হলো জাতীয় টিকা দিবস। ০ থেকে ৫ বছর বয়সী সব শিশুকে পোলিও টিকা এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সুস্থ শিশু মানে সুস্থ ভবিষ্যৎ। সুস্থ শিশুরা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে, দেশ এগিয়ে যাবে। আর অন্যদিকে বিরোধী দল দেশকে পিছিয়ে দিতে চায়...’

আঁকা: শিখা
আঁকা: শিখা

খেলার সংবাদ

সংবাদ-৪
আজ বাছাই পর্বে জাপানকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামন্ত্রী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এ থেকে বোঝা যায়, এ সরকারের আমলে দেশ এগিয়ে যাচ্ছে। আর অন্যদিকে বিরোধী দল দেশকে পিছিয়ে দিতে চায়...’

আঁকা: শিখা
আঁকা: শিখা

কৃষি সংবাদ
সংবাদ-৫
ইলিশ এবার নদীতে নয়, পাওয়া যাবে গাছে। ইলিশ মাছ এবং ডুমুরগাছের জিনের সংমিশ্রণ ঘটিয়ে জাতীয় কৃষি উন্নয়ন বোর্ডের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক চমকপ্রদ বৃক্ষ ‘ইলিশগাছ’। দেশে নদী দখল এবং দূষণের মহোৎসবের সময় এ উদ্ভাবন নিঃসন্দেহে সুখবরের চেয়ে বেশি কিছু। এ উদ্ভাবনের জন্য উদ্ভাবনকারীদের সংবর্ধনা দিয়েছে সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে উদ্ভাবনকারীদের অভিনন্দন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘অসম্ভবকে সম্ভব করাই সরকারের কাজ। নদীর ইলিশ এখন থেকে গাছে পাওয়া যাবে। এ থেকেই বোঝা যায়, এ সরকারের আমলে দেশ কত দূর এগিয়েছে। অন্যদিকে বিরোধী দল দেশকে পিছিয়ে দিতে চায়...’

আবহাওয়া সংবাদ
সংবাদ-৬
বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় ‘মাইরালা’ আগের অবস্থান থেকে ২৫০ কিলোমিটার উত্তরে সরে গিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। চট্টগ্রাম এবং মংলা সমুদ্রবন্দরসহ সব নৌবন্দরকে ১১ নম্বর মহাহুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার নৌযানকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। উপকূলের মানুষজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এ অবস্থায় নৌ ও দুর্যোগ মন্ত্রী দেশের মানুষকে শান্ত থাকতে এবং ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছেন। এক জরুরি বেতার ভাষণে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আপনাদের দিকে ছুটে আসলে আপনারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে আসুন। আগে দেশের সব ইউনিয়নে আশ্রয়কেন্দ্র ছিল না, এখন সব ইউনিয়নে আশ্রয়কেন্দ্র রয়েছে। এ থেকে বোঝা যায়, দেশ এগিয়ে যাচ্ছে। অন্যদিকে বিরোধী দল দেশকে পিছিয়ে দিতে চায়...’
শেষ করছি রস+আলো সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে যাচ্ছি আরেকবার। ‘কুমিরের লেজ খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা... ’।