বিসিবি যদি নিয়োগ বিজ্ঞপ্তি দিত

>

বাস্তবে আমরা যা-ই হই না কেন, ক্রিকেটারদের ফেসবুক পোস্টের নিচে একেকজন বিশাল পণ্ডিত! অনেক দিন ধরেই আমাদের এমন পাণ্ডিত্যের নমুনা প্রকাশ পাচ্ছে। তবে সম্প্রতি ক্রিকেটার তাসকিন আহমেদ ও লিটন দাসের পোস্ট করা দুটি ছবি নিয়ে যা হলো, তা এককথায় অবিশ্বাস্য! লিটন দাস তো বাধ্য হয়ে তাঁর ছবিটি সরিয়েই ফেলেছেন। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো অচিরেই একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেবে। কেমন হবে সেটা? ভেবে দেখেছেন রাফি আদনান

নিয়োগ বিজ্ঞপ্তি

ক্রিকেট মিশে আছে আপনার রক্তে? দেশের ১১ টাইগার যখন মাঠে খেলে, আপনারও কি তাদের সঙ্গে কাজ করার আগ্রহ জন্মে? তাহলে আপনার মতো ক্রিকেটানুরাগীর জন্যই এই বিজ্ঞপ্তি।

টাইগাররা লড়বে মাঠে

আপনি লড়বেন ফেসবুকে

পদের নাম: কমেন্ট ডিলিটর

প্রার্থীসংখ্যা: ০৫

কাজের বিবরণ :

* ক্রিকেটারদের ফেসবুক পেজের পোস্টে নেতিবাচক মন্তব্য মুছে ফেলা এবং প্রয়োজনে মন্তব্যকারীকে ব্যান করা।

* ক্রিকেটারদের পারিবারিক ছবিতে অতি বাজে মন্তব্যকারীদের ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে আসল পরিচয় বের করা।

* অতিমাত্রার বাজে মন্তব্যকারীদের পরিচয় বের করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রেরণ।

যোগ্যতা :

* প্রার্থীকে অবশ্যই সুস্থ-স্বাভাবিক মানুষ হতে হবে।

* ক্রিকেটারদের ফেসবুক পোস্টের নিচে বাজে মন্তব্য বুঝতে পারার মতো মানবিক বোধ থাকতে হবে।

* একই সঙ্গে মোবাইল ফোন ও কম্পিউটারে দ্রুততার সঙ্গে ফেসবুক ব্রাউজ করার ক্ষমতা থাকা বাঞ্ছনীয়।

* মুরাদ টাকলীয় ভাষা পড়ার প্রতিভা থাকা জরুরি।

* নেতিবাচক মন্তব্যে নিজেকে সংযত রাখার মতো ধৈর্যশীল হতে হবে।

নিজেকে বাংলাদেশ ক্রিকেটের একজন করে তোলার এই তো সময়। আজই তিন কপি প্রোফাইল পিকচারসহ ফেসবুক বায়োডাটার স্ক্রিনশটের সত্যায়িত কপি জীবনবৃত্তান্তে সংযুক্ত করে পাঠিয়ে দিন নিচের ঠিকানায়...

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ঢাকা, বাংলাদেশ