গরুর লেখা একটি আদর্শ পদত্যাগপত্র

কেমন হতো যদি গৃহপালিত পশু-পাখিরাও পদত্যাগপত্র দিত?

আকা: জুনায়েদ
আকা: জুনায়েদ

তারিখ: ০৩ মার্চ ২০১৪

মাননীয় সভাপতি
গোয়াল কর্তৃপক্ষ
চান মিয়ার গোয়াল

বিষয়: পদত্যাগ করার জন্যই লেখা একটি পদত্যাগপত্র।

জনাব
আমি আপনার গোয়ালের একান্ত অনুগত একটি গরু। আমি আপনার ঘরের একজন খাঁটি দুধ সাপ্লায়ার। আপনার নুনযুক্ত খড়কুটো খেয়েই আমার জীবনধারণ। জরুরি খামখেয়ালির নিমিত্তে আমার মন বলছে, আপনার গোয়াল থেকে এক্ষুনি আমার পদত্যাগ করা উচিত। পদত্যাগ মানে পদত্যাগ। পদত্যাগের নামে হাঙ্কিপাঙ্কি নয়। এই পত্র লেখার পর আমি আপনাদের সেবা দেওয়ার যে গুরুদায়িত্বের শপথ নিয়েছিলাম, তা আর বহাল থাকবে না। বিধায় আমি গোয়ালে থাকার, আপনার খড় খাওয়ার কিংবা আপনাদের দুধ সাপ্লাই দেওয়া থেকে সসম্মানে সরে দাঁড়াতে বাধ্য।
(বি. দ্র.: পদত্যাগপত্রে তারিখ সংযোজিত আছে)।

অতএব, আমার আর্জি মোতাবেক ব্যবস্থা নিতে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক

আপনার নিছক গোলাম
সাদা স্পটওয়ালা লাল গরু
ছাগলনাইয়া, হরগঙ্গা