কলসেন্টারে এক দিন

রহিম বাদশা মুঠোফোন কাস্টমার কেয়ারে ফোন দিল তার মুঠোফোনে ইন্টারনেট সংযোগ
নেবে বলে—
: হ্যালুউউ।
: বাংলার জন্য ১ চাপুন, ইংলিশের জন্য ২।
: কিশোরগঞ্জের লাইগগা কত চাপতাম?
: বাংলার জন্য...
: কস না কেরে। মুমিশিং, নেত্রোকুনা, কুনুডা নাই?
অবশেষে তিনি বাংলাতেই চাপলেন।
: স্যার, তানিয়া বলছি। বলুন, কী সহযোগিতা করতে পারি।
: আমি স্যার না, মাস্টর না। আমি রহিম। লুকে বালুবাইসা বাদশা কয়।
: আচ্ছা বলুন।
: আমার কথাডা হুনুইন।
: স্যার, বলুন।
: কথাডা অইল, ছুডু বাই দুবাইতে ক্যামেরা ফুন পাঠাইছে। বুঝজুইননি আফা! হের নাম সোলেমান। আমার দুইডা না চাইরডা না, একটা বাই।
: আপনি কী চাচ্ছিলেন, বলুন।
: কথা তো আতকা মাইরা টান দা নেইন গা। কেমনে কইতাম?
: উফ্ গড। (আস্তে করে)
: আইচ্ছা তানিয়া আফা, ইন্টারনেট আছে না! ওইডা একটু বাউ কইরা দেইন।
: আপনি কোন প্যাকেজ চাচ্ছিলেন?
: কী কইন তে? কিয়ের প্যাকেজ? কানে কম হুনুইন? ইন্টারনেট আছে না? ফেসবুক ফেসবুক।
: জি স্যার, আপনি টি এইটটা ইউজ করেন। ৩৬৫ টাকা। এক মাস চালাতে পারবেন।
: আফনের দারো কেউ আছে?
: কেন, স্যার?
: হেইলারে দিতাইন ইকটু বুঝাইয়া কইতাম। আফনি তো কিচ্ছুই বুঝলাইন না। ঠাস হইরা ২০ কান্দা কলার দর কইয়া দিলাইন। বেক্কল পাইছুইন?
: স্যার, তাহলে ২৫ টাকার অফারটা ইউজ করেন।
: এক ধমহি দেওয়ার লগে লগে ৩৬৫ টেহাত তে ২৫ টেহাত আইয়া ফরছে? আর কয় ধমহি দিতাম?
 তানভীর মাহমুদুল হাসান