বিদ্যুতের মূল্যবৃদ্ধি

.
.

বিদ্যুৎ আবিষ্কারের আগে নিশ্চয়ই কেউ বৈদ্যুতিক শক খায়নি। কিন্তু বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে দুই ধরনের শক পেয়ে আসছে মানুষ। একটা তো অবশ্যই বৈদ্যুতিক শক, আরেকটা হলো বিদ্যুতের বিলের কাগজটা হাতে পাওয়ার শক! সেই শক এখন আরও তীব্র হবে। কারণ, সম্প্রতি বিদ্যুতের দাম ৭ শতাংশ বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। শকিং! যে ব্যক্তির নাম ‘বিদ্যুৎ’, তিনিও যে বিদ্যুতের দাম বাড়ায় খুশি হবেন না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
তবু ‘ভালো জিনিসের দাম তো বেশি হবেই’ নীতি অনুসরণ করে বিদ্যুতের দাম বাড়িয়েছে কর্তৃপক্ষ। গোল আলুর দাম বাড়লে প্রতিবাদ হিসেবে আলু খাওয়া বন্ধ রাখা যায়। কিন্তু দাম বাড়ার প্রতিবাদে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করা একটু কঠিন। বিদ্যুৎ সাশ্রয় করতে মুঠোফোনের কি- প্যাডের আলো বন্ধ রাখা কিংবা শব্দ ছাড়া টিভি দেখা যায় কি না, তা ভেবে দেখা দরকার। তবে কর্তৃপক্ষ কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনল। এমনিতেই অসংখ্য গ্রাহক বিদ্যুতের বিল পরিশোধ করেন না। দাম বাড়ানোয় যাঁরা আগে পরিশোধ করতেন, তাঁরাও এখন নতুন চিন্তা করবেন কি না কে জানে! তাই দাম বাড়িয়েও কর্তৃপক্ষ তা পাবে কি না, এ নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আশা করি, তারা বিষয়টি ভেবে দেখবে।