'নির্বাচিত' ছড়া

১.
কনতো কেমন লাগে?
ভোট গ্রহণের আগে
ভোট যদি হয় শেষ
শাবাশ বাংলাদেশ!

২.
সহিংসতা ধাপে ধাপে
বেড়েছে, ঝড় চায়ের কাপে
চৈত্র মাসের খরতাপে
প্রশাসনও ছিল চাপে।

৩.
ভোটে খরচ হয় না টাকা
ভোটকেন্দ্র ফাঁকা ফাঁকা
যায় না চেপে-চুপে রাখা
ঘুরছে তো দুর্নীতির চাকা।

৪.
হায় হায় কী করল
সিল মেরে ‘বক্স’ ভরল
সান্ত্রি-সেপাই কোথায় ছিল
তাদের কি কেউ ধরল?

৫.
কলিম শেখের ছেলে
ভোটকেন্দ্রে গেলে
ভোট নাকি তার কে দিয়েছে
জানল হেসেখেলে।

৬.
হিপ্ হিপ্ হুররে
আনন্দপুর রে
সরকার জিতে গেল!
অদ্ভুত সুর রে।

৭.
ভোট হয়েছে তামাশা
পত্রিকাতে নাম আসা
অমুক দলের তমুক
খেলা ভালোই জমুক।

৮.
ভোট দিয়ে সে ভোটার—
হয়নি বয়স এখনো তার
দাড়ি ও গোঁফ ওঠার।
ভোট প্রয়োগে সুযোগ নিল
সে ‘দলীয় কোটার’।

৯.
বলি শোনো চুপি চুপি
হয় নাই কারচুপি
ভোট হয় নিশিরাতে
জ্বেলে কেরোসিন-কুপি।

১০.
ভোট হয় ‘ফেয়ার’
‘হেয়ার অ্যান্ড দেয়ার’
প্রয়োজন পড়ে নাই
টাকা-কড়ি নেয়ার।