চৌধুরী জাফরউল্লাহ শারাফাত ভেরিফায়েড বাণী

 এইমাত্র তামিম ইকবাল প্রথম হাফ সেঞ্চুরি করার যোগ্যতা অর্জন করলেন।
 বাংলাদেশের আশার ফুল আশরাফুল কিন্তু এখন ক্রিজে, সারা দেশের মানুষ তাঁর ব্যাটের দিকে তাকিয়ে আছে।
 বল হাতে নিয়ে ছুটে আসছেন জয়ের মূল এনামুল। বল হাতে তাঁর মতো ভয়ানক বোলার কিন্তু আমি খুব কমই দেখেছি। আজ কিন্তু যেকোনো কিছু ঘটে যেতে পারে।
 এবার কিন্তু ব্যাট আর বলে এক হয়েছে।
 স্কয়ার কাট করে বল পাঠিয়ে দিলেন লং অন দিয়ে সোজা সীমানার বাইরে।
 দৃষ্টিনন্দন মার, চোখ চেয়ে দেখার মতো শট। বল চলে গেল মাটি কামড়ে সোজা ফাইন লেগ ফিল্ডারের হাতে, একটি রান।
 এনকালা। তিনি নামেও কালা, দেখতেও কালা।
 রফিক স্টিয়ার করলেন এবং ভেসে ভেসে চার।
 ব্যাটসম্যান অত্যন্ত আস্থার সাথে প্রতিটি বলের মেধা ও গুণাগুণ বিচার করে খেলছেন।
 এইমাত্র আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন বোলার।
 ব্যাটসম্যান কিন্তু ঘূর্ণি জাদুতে একেবারেই পরাস্ত হলেন।
 আজ আমাদের সাথে উপস্থিত আছেন এক উজ্জ্বল নক্ষত্র। জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশের ক্রিকেটের এক অবিস্মরণীয় জাজ্বল্যমান তারকা, সবার জন্য অনুকরণীয় উদাহরণ। যাঁর নাম শুনলে বোলাররা কাঁপত, যাঁর পদচারণে এই ক্রিকেট-বিশ্ব উদ্ভাসিত হতো, যিনি না থাকলে আজকের ক্রিকেট স্বয়ংসম্পূর্ণ হতো না, যাঁর অবদান বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে এক অসাধারণ উচ্চতায়, যাঁর আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, যিনি আজকের ক্রিকেটারদের কাছে এক অভিভাবক, তিনি সেই জীবন্ত কিংবদন্তি, তিনি সেই দমকা হাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য...
 আমাদের সকলের আশা-আকাঙ্ক্ষা, কামনা-বাসনা—সবই কিন্তু ঘিরে আছে এই সাকিব আল হাসানকে ঘিরে।
 খেলার যখন এই অবস্থা, তখন ধারাভাষ্যকারের পরিবর্তন আসছে...।
 এই সেই শান্ত, যখন হয়ে ওঠেন অশান্ত তখন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা ঝরা পাতার মতো ঝরে যায়।