শেষটাও ভালো হলো না

ভাই নির্বাচনে কখনো দুর্নীতি করবেন না, অভ্যাস হয়ে যাবে।
কী যা-তা বলছেন! আমরা এত বছর ধরে দুর্নীতি করছি, এখনো তো একটুও অভ্যাস হলো না।

আপনাকে তো ভোটের সময় দেখলাম না। এভাবে ভয়ে ঘরে বসে থেকে একটা ভোট নষ্ট করলেন?
ধুর মিয়া, কিছু জানেন? ভোটের আগের রাতেই আমি ২০টা ভোট দিয়ে আসছি। ভোট নষ্ট করার মতো অগণতান্ত্রিক কাজ অন্তত আমি বরদাশত করব না।

এই মিয়া, এইভাবে টাকা ভিক্ষা না করে ভোট ভিক্ষা করলে জীবনে অনেক উন্নতি করতে পারতা!
ভাবছিলাম, কিন্তু সাহস পাই নাই! এখন নাকি ভোট ভিক্ষার পাশাপাশি ডাকাতিও জানতে হয়!

দায়িত্ব শুরুর আগে আপনার দায়িত্ব সম্পর্কে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তো?
হ্যাঁ ভাই, এই যেমন আপনি ঢোকার আগেই আমি ব্যালট পেপারে সিল মারা বন্ধ করে দিয়েছি!

গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান...
হ্যাঁ, এ জন্যই বারবার চুরি হয়ে যায়!