ডিজিটাল ওয়াই-ফাই বাসে একদিন

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

মামা, উত্তরা তো আইসা গেছে! নামেন না ক্যান!
ওরে, সাদিয়ার সঙ্গে মাত্র চ্যাটিং জমে উঠছে! এখন নেটওয়ার্কের বাইরে যাওয়া যাইব না। লাগলে আবার মতিঝিল যামু!
কী রে মামা, যাবি মিরপুর, উত্তরার বাসে উঠলি ক্যান!
দোস্ত, আইজ একটা নতুন মুভি ডাউনলোড দিমু!
এই ডিজিটাল বাস ব্যাপারটা গরু মেরে জুতা দানের মতো! যানজট নিরসন না করে যানজট এনজয় করার এন্তেজাম হচ্ছে! পুরাই ফাউল!
চাচার মোবাইলে মনে হয় ওয়াই-ফাই ধরে না!
যাত্রী ভাইয়েরা, এই ডিজিটাল বাসে যাদের স্মার্টফোন নাই, তাদের জন্য আমি দিচ্ছি ঘণ্টায় ১০ টাকা করে ভাড়ায় ১০০ অ্যাপসসহ স্মার্টফোন! কারও লাগলে জায়গায় বসে আওয়াজ দেন!
আজকালকার ছেলেপেলেদের আদব-কায়দা খুব ভালো। কী সুন্দর সারাক্ষণ মাথা নিচু কইরা চুপচাপ বইসা থাকে! আহা, দেখলেই শান্তি লাগে!