গরমের ইতিবাচক দিক

আঁকা: শিখা
আঁকা: শিখা

রাজনৈতিক স্থিতিশীলতা
রাজনৈতিকভাবে সব সময় অস্থির অবস্থা বিরাজ করে আমাদের দেশে। যেকোনো ইস্যুতে মাঠ গরম করতে পারে বিরোধী দল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে পরিস্থিতি এখন শান্ত।
স্যার, সরকারের বরফ তো গলতাছে না! হরতাল দেন।
যা গরম পড়ছে, এমনিতেই বরফ গলব, হরতাল লাগব না!

আঁকা: শিখা
আঁকা: শিখা

শক্ত মানসিকতা
গরমে কোনো কাজ কিন্তু থেমে নেই। ফলে, প্রচণ্ড গরমে কাজ করার মধ্য দিয়ে প্রত্যেকে হচ্ছেন মানসিকভাবে শক্ত। এমনকি মরুভূমিতে গিয়েও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে যে কেউ।
এই ফারামগেট, ফারামগেট, সিট খালি, সিট খালি...
এইটা নিশ্চয়ই মরুভূমির মরীচিকা!

বাস্তব জীবনের অভিজ্ঞতা

গরম মানেই লোডশেডিং। এখনকার ফেসবুকমুখী প্রজন্ম গরম ও লোডশেডিংয়ের

আঁকা: শিখা
আঁকা: শিখা

প্রভাবে কিছুটা হলেও ফেসবুক ছেড়ে বাস্তব জীবনে সময় কাটাবে।
আমার ওয়ালে এই সব কী লেখা হচ্ছে!
না মানে, আঙ্কেল, কারেন্ট-ফেসবুক নাই তো...

আঁকা: শিখা
আঁকা: শিখা

বলীয়ান অর্থনীতি
এমন গরমের সময় কোনো কোনো ব্যবসায়ীর জন্য পৌষ মাস। ডাব, ফলমূলের রস বিক্রেতা থেকে শুরু করে ফ্যান, এসি, রেফ্রিজারেটর ব্যবসায়ীদের বিক্রি এখন তুঙ্গে।
আমার অ্যাত্তগুলা
ফ্যান!
দিস ইজ আনপসিবল!