যত দোষ মাইক্রোবাস!

অপহরণ শব্দটাই এমন যে, শোনার সঙ্গে সঙ্গে মাথায় মাইক্রোবাসের কথা চলে আসে। সম্প্রতি অপহরণের ঘটনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, সব মাইক্রোবাস থেকে কালো গ্লাস সরিয়ে ফেলা হবে। আহা! ভাবটা এমন যেন সব দোষ মাইক্রোবাসের! অপহরণ ঠেকাতে মাইক্রোবাস নিয়ে আর কী কী করা যেতে পারে জেনে রাখুন! 

আঁকা: শিখা
আঁকা: শিখা

আব্বা, আইসক্রিম খামু দুইটা! না দিলে ‘বাঁচাও’ বইলা চিল্লামু!
মাইক্রোবাসে এমন এক সেন্সর লাগাতে হবে, যাতে কেউ ‘বাঁচাওওও’ বলে চিৎকার করলেই অ্যাম্বুলেন্সের মতো প্যাঁ-পোঁ প্যাঁ-পোঁ করা শুরু করবে।
তোমারে ক্যান আমার এত্ত ভালো লাগে, ময়নাপাখি!
আহ ছাড়ো তো! জানো না, আব্বা ট্রাফিক কন্ট্রোল রুমে চাকরি করে!
প্রতিটি মাইক্রোবাসে একটি করে থ্রিজি কানেকশনসহ স্মার্টফোন সেট করা থাকবে। ভেতরে কী হচ্ছে না-হচ্ছে, তা পুলিশ কন্ট্রোল রুম সব দেখবে।
সবচেয়ে ভালো হয় মাইক্রোবাস আমদানি ও ব্যবহারের ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলে।
দেখো বাবু, এটা মাইক্রোবাস! একসময় এটা দিয়ে অপহরণ করা হতো!
মম, আমি
অপহরণ খাব!